জয় গোস্বামীর জন্ম ১০ নভেম্বর ১৯৫৪, কলকাতায়। শৈশব ও মধ্যযৌবন কেটেছে রানাঘাটে। এখন কলকাতাবাসী। সত্তরের দশক থেকে তাঁর কবিতা লেখার শুরু। লিখতেন বিভিন্ন সাময়িকী ও সাহিত্য পত্রিকায়। দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হওয়ার পরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। এর কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ঘুমিয়েছ ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার। পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কারও লাভ করেন। বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কারও পেয়েছেন। যোগ দিয়েছেন আমেরিকার আইওয়ায় লেখকশিবিরে। গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। বেইজিং ও সাংহাই-তে চিন দেশের কবিদের সঙ্গে অংশ নিয়েছেন অলমোস্ট আইল্যান্ড ডায়লগ-এ। পেয়েছেন দু’বার আনন্দ পুরস্কার। সাহিত্য অকাদেমি সম্মান। ভারতীয় ভাষা পরিষদের ‘রচনাসমগ্র’ পুরস্কার। মুম্বই ইন্টারন্যাশনাল লিটারেরি ফেস্টিভালের ‘পোয়েট লরিয়েট’ সম্মান। বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ। ভারতীয় জ্ঞানপীঠ প্রদত্ত ‘মূর্তিদেবী’ পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট।