Menu
team

দেবতোষ দাশ

সাতের দশকের প্রথমার্ধে জন্মানোর সুবিধে-অসুবিধে দুইই ছিল। সুবিধে, কল্পনার বিস্তারের সুযোগ। অসুবিধে, প্রাপ্তির সুযোগের। দেবতোষ দাশ, এই দুই নিয়েই বেড়ে উঠেছেন, গড়ে উঠেছে তাঁর লেখালিখি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যবিভাগ তাকে শাঁসজল দিয়েছে, অপর পত্রিকা দিয়েছে ভূমি। এখন, ২০২১ সালে, তিনি তিনটি উপন্যাসের লেখক, লিখেছেন বেশ কিছু ছোটগল্প। দেবতোষের প্রথম নাটক অভিনয় করেছে নান্দীকার, লেখক পেয়েছেন সুন্দরম পুরস্কার, স্বাক্ষর রেখেছেন শিশুসাহিত্যেও।

দেবতোষ দাশ-এর বইগুলি