বিবরণ
বিন্দুবিসর্গে যে সূচনা দেবতোষ দাশ করেছিলেন, কামসূত্র সেই ধারাবাহিকতার দ্বিতীয় উপন্যাস। এ উপন্যাস দুটির চরিত্র কবীর খান আদতে যে প্রয়াত বাংলা ভাষাতাত্ত্বিক কলিম খানই, সে কথা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। এই উপন্যাসে বিনির্মিত হয়েছে কামসূত্র, যা কামাচারের বর্ণনমাত্র বলে প্রায় সারা পৃথিবীতেই স্বীকৃত। দেবতোষের কামসূত্রে সেই প্রায় সর্বসম্মত ধারণাকে নাকচ করাই শুধু হয়নি, তাকে নতুনভাবে পাঠ করা হয়েছে। একই সঙ্গে এ উপন্যাসে তিব্বতের স্বাধীনতার মত এক নিদারুণ বিষয় উঠে এসেছে, প্রশ্নের মুখে পড়েছে চিনের সাংস্কৃতিক বিপ্লব।