জন্ম ১০ জানুয়ারি ১৯৫৩। একটি অত্যন্ত সাধারণ পরিবারে। কিন্তু স্কুলজীবন থেকেই ছিল লেখক হওয়ার স্বপ্ন। নানা প্রতিকূলতায় বিভিন্ন সময়ে তিনি লেখা ছাড়তে বাধ্য হলেও লেখা তাঁকে ছাড়েনি। প্রথম গল্প 'ফুলি বাউরি কথা' প্রকাশিত হয়েছিল 'আজকাল' পত্রিকায়। তারপর লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকায়। অতঃপর প্রায় দশ বছরের বিরতি। লেখার আঙ্গিক পালটে ফের আত্মপ্রকাশ প্রতিক্ষণ পত্রিকায়। গল্পের নাম 'হাঁটা'। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ছয়।