বিবরণ
বিদ্যাসাগরের চোখে জল। মধুর একটা হাত তিনি জোরে আঁকড়ে ধরে আছেন। মধু বলেন, আমার মৃতদেহের সৎকার নিয়ে বিতর্ক হচ্ছে। সকলকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি মনুষ্য নির্মিত কোনো গির্জার সংস্রব গ্রাহ্য করি না। কারও সাহায্যেরও প্রয়োজন নেই। আমি আমার স্রষ্টার কাছে ফিরে যাচ্ছি। তিনিই আমাকে তাঁর সর্বোত্তম বিশ্রামাগারে স্থান দেবেন। ওরা আমাকে যেখানে খুশি সমাধিস্থ করতে পারে, শুধু অনুরোধ- আমার মৃতদেহ যেন বিড়ম্বিত না হয়। কবরের ওপর যেন সাবলীলভাবে গজাতে পারে সবুজ ঘাস। পরদিন পুত্র-কন্যার হাতে হাত রেখে চলে গেলেন মধুসূদন। বিদ্যাসাগর খবর পেয়ে বন্ধুদের পাঠিয়ে দিলেন মহাকবির শবযাত্রায়। নিজে গেলেন না। বললেন, আপ্রাণ চেষ্টা করেও যার জীবন রক্ষা করতে পারিনি, তার কয়েকটা হাড় রক্ষা করার কোনো অভিপ্রায় আমার নেই।