Menu

মধুময় তামরস খণ্ড ১

Madhumoy Tamoros vol 1
₹ 510 ₹ 600
15 %

বিবরণ

কৃষ্ণনগরের জনৈক বিদ্বান ব্যক্তি নিজের বিদ্যা সম্পর্কে অহংকার প্রকাশ করলে মধুসুদন বলেছিলেন, "when Michael takes up his Pen, the Krishnanagar men should look up to their laurels." নিজের প্রতিভা সম্পর্কে এতটাই আত্মগর্বী ছিলেন মধুসূদন। আবার এই মানুষই এক সময় হতাশায় ভেঙে পড়ে লিখেছিলেন-"ভেবেছিনু মোর ভাগ্য হে রমা সুন্দরি নিবাইতে সে রোষাগ্নি, লোকে যাহা বলে, হ্রাসিতে বাণীর রূপ তব মনে জ্বলে;- ভেবেছিনু, হায়! দেখি ভ্রান্তিভাব ধরি! ডুবাইছে, দেখিতেছি, ক্রমে সেই তরী অদয়ে, অতল দুঃখ সাগরের জলে ডুবিনু; কি যশঃ তব হবে বঙ্গস্থলে?" যে মানুষদের জীবন একটি দেশে সমাজ-সংস্কৃতির পরিমণ্ডলে দিক-নির্ণায়ক হয়ে ওঠে তাঁদের নিয়ে সাহিত্য সৃষ্টির প্রচলন আছে। সব দেশেই। তাঁদেরই একজন মাইকেল মধুসূদন দত্ত। উনিশ শতকের বঙ্গভূমিতে সমাজ প্রাচীর ভেঙে ফেলা এক প্রবল বাড়। সেই ঝড় বিধ্বস্ত করেছিল স্বয়ং তাঁকে।সমীরণ দাস ১৯৮-১- ৮২তে মধুসূদনকে নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা পাঠ করে সহসা বিদ্যুৎ-পৃষ্ঠ হয়েছিলেন। লেখক হতে গেলে এভাবেই সমর্পণ করতে হবে জীবনের সর্বস্ব! চলল অবিরাম সন্ধান। মিলিত হল তথ্য সম্ভারের সঙ্গে ঔপন্যাসিকের কল্পনা। সেই শ্রম আর নিবিড় মুগ্ধতার ফসল এই উপন্যাস 'মধুময় তামরস'। তামরস কথাটির অর্থ রক্তকমল। মহাকবির জীবন আর জীবন-বাসনা; ব্যর্থতা আর সাফল্যের সংরক্ত লেখচিত্র এই উপন্যাস।
Page No:
Size: Royal