উপন্যাস নিয়ে
₹170
₹200
১৯৩৬, অধুনা বাংলাদেশের পাবনা। প্রয়াণ- ২০২০, কলকাতা। বাংলা ভাষার অন্যতম লেখক, যাঁর রচিত সাহিত্যের বিপুল ভাণ্ডার যথাযথ পাঠকের নজর এড়িয়ে রয়েছে। দুর্বোধ্য লেখকের সিলমোহর নিয়ে পথ হেঁটেছেন, শেষও করেছেন সে রাস্তাতেই। নিজেকে অবশ্য দুর্বোধ্য লেখক বলে কখনও মনে করেননি। ১৯৮০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, লেখকের কাজ অ্যাবস্টেন করা। একজন পাবলিশার আজকে আমার ছবি চেয়েছেন। আমি দিইনি। পারলে লেখা নিজের নামে ছাপতাম না। সাহিত্য শুধু সাহিত্য হিসেবে গণ্য। এক্সট্রা লিটারারি গিমিক থাকতে পারে না।