Menu
team

উদয়ন ঘোষ

উদয়ন ঘোষ সম্পূর্ণত লিটল ম্যাগাজিনের লেখক। অনীক, গল্পকবিতা, কৌরব, অমৃতলোক, জারি বোবাযুদ্ধ, সূত্রপাত, ইস্পাতের চিঠি, যোগসূত্র, বিষয়মুখ প্রমুখ লিটল ম্যাগাজিনগুলি ছিল তাঁর রচনাসমূহের ধাত্রীস্বরূপ। বড় কোনো পত্রিকা বা সংস্থা তাঁকে পুরস্কৃত করেনি কখনও। সুইডেন থেকে ‘উত্তরপ্রবাসী’ নামের বঙ্গজদের পত্রিকা তাঁকে ১৯৮৬ সালে ‘উত্তরপ্রবাসী’ পুরস্কারে ভূষিত করে, পুরস্কারপ্রদান অনুষ্ঠানটি হয় ওই বছরের ৩১ আগস্ট কলকাতার মহাবোধি সোসাইটি হলে। এছাড়া ১৯৯৯ সালে ‘ঋত্বিক’ পত্রিকা ও ২০০৩-এ ‘সক্রেটিস’ পত্রিকা তাঁকে সম্মাননা জানায়। উদয়ন ঘোষ এর জন্ম তৎকালীন পূর্ববাংলার দেবীগঞ্জে ১৯৩৫-এ। পরে ওঁদের পরিবার চলে আসে মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানেই পড়াশোনা বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। স্টুডেন্টস ফেডারেশনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন সে সময়। স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এমএ পড়বার সময় কৃত্তিবাস পত্রিকার সূত্রে সন্দীপন-শক্তি-সুনীল-এর সঙ্গে বন্ধুত্ব হয়। তাঁর পি এইচ ডি থিসিসের বিষয় ছিল ‘বাংলাসাহিত্যে রাজসভার প্রভাব’— যেটি অশ্লীলতার দায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার প্রথম উল্লেখযোগ্য গল্প ‘ভুবনবাবু বাড়ি ফিরছেন’ প্রকাশিত হয় বহরমপুরের অনীক পত্রিকার জানুয়ারী ১৯৬৫ সংখ্যায়। মতান্তরে প্রথম গল্প ‘উদ্ভিদ’ প্রকাশিত হয়েছিল প্রফুল্ল রায়ের ‘অগ্রণী’ পত্রিকায়। কর্মসূত্রে জীবনের এক দীর্ঘ সময় আসানসোলে কাটান। অবসরের পর ১৯৯৮ সালে কলকাতায় চলে যান। ২০০৭-এর ১৮ নভেম্বর অতি নীরব-মৃত্যু কলকাতায়।

উদয়ন ঘোষ-এর বইগুলি