রজত পাল ১৯৯৭ সালের WBCS Gr A পরীক্ষায় উত্তীর্ণ একজন সরকারি আধিকারিক। বর্তমানে শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার। সিন্ধু সভ্যতা এবং আর্য সংস্কৃতি নিয়ে তাঁর গবেষণা দীর্ঘদিনের। নতুন আলোকে লিপিত 'সিন্ধু সন্ধু সভ্যতার কথা ও কাহিনিঃসময় সিন্ধু সভ্যতা', সিন্ধু সভ্যতায় বৈদিক উপাদান', 'হরপ্পান বাণিজ্য ও বাণিজ্য যুদ্ধ' বইগুলি ইতিমধ্যে পাঠকসমাজে আদৃত। এর বাইরে তাঁর লিখিত চৈতন্য শেষ কোথায়?', 'গিলগামেশের দেশের কথা', 'উনবিংশতি মিথ: বীরভূম পর্ব', 'বঙ্গে প্রাচীন জৈন ধর্ম', 'বীরভূমির বজ্ররহস্য', 'রাখালদাস এক বিস্মৃত অধ্যায়' ইত্যাদি পুস্তকগুলিও পাঠকমহলে আগ্রহের সৃষ্টি করেছে। এছাড়া 'Reading the Indus Saraswati Script: Precursor to all Indic Scripts' বইটি প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে। পরবর্তী গবেষণার কিছু অধ্যায়কে যুক্ত করে সেই বইটির মূল উপাদানকে পরিমার্জিত আকারে বাংলার পাঠকদের কাছে তুলে ধরলেন লেখক।