বিবরণ
অখণ্ড বাংলা, বিহার এবং উত্তরপ্রদেশের পূর্বাংশ নিয়ে গোপাল এবং ধর্মপাল যে সাম্রাজ্য গড়ে তুললেন, সেটির আরও বিস্তার ঘটালেন সম্রাট দেবপাল। কিন্তু ধর্মপালের জ্যেষ্ঠপুত্র ত্রিভুবনপাল, যাঁর কথা খালিমপুর তাম্রশাসনে উল্লিখিত রয়েছে তাঁর কী হল?আবার দেবপালের পরে অল্প সময়ের মধ্যেই দেবপালের বদলে জয়পালের বংশের রাজত্ব শুরু হল। জয়পালের পিতা ছিলেন সম্রাট ধর্মপালের ভ্রাতা এবং প্রধান সেনাপতি। কিন্তু কথা হল, দেবপালের বংশধরদের কী হল? জগজীবনপুর তাম্রশাসন জানাচ্ছে দেবপালের পুত্র মহেন্দ্রপাল সম্রাট হয়েছিলেন। পালসাম্রাজ্যের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সেদিনের ভারতবর্ষের অন্যান্য রাজবংশগুলির সাথে যুদ্ধ, দ্বন্দ্ব এবং বৈবাহিক সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে প্রামাণিক ইতিহাস-নির্ভর এই উপন্যাস, ‘পালপ্রদীপিকা’...