১৯৭৫ সাল থেকে পুস্তক বিপণি জড়িয়ে আছে প্রকাশন শিল্পের সঙ্গে। প্রথম থেকেই 'পুস্তক বিপণি' শুধু প্রবন্ধের বই প্রকাশ ও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এখনও একই নীতিতে চলেছে ধারাবাহিকভাবে পুস্তক প্রকাশ ও বিপণনের কাজ। বাংলার লোকজীবন ও সংস্কৃতির বহুমুখী পরিচয় তুলে ধরার সঙ্গে সাহিত্য বিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশ করছে। যতটা সম্ভব কম দামে ভালো বই সযত্নে ছেপে বইপ্রেমীদের হাতে তুলে দেওয়াই 'পুস্তক বিপণি'র উদ্দেশ্য। প্রবন্ধের বইয়ের প্রতি সংস্কৃতিপ্রেমী পাঠকদের আগ্রহকে ক্রমবর্ধমান রাখার জন্যে পুস্তক বিপণি সাধ্যমতো উদ্যোগ নিতে আগ্রহী।