বিবরণ
আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের দ্বিতীয়ভাগ 'সুবর্ণলতা'। আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যের অন্যতমা শ্রেষ্ঠা লেখিকা হয়ত শ্রেষ্ঠতমাই। তাঁর সর্বশ্রেষ্ঠ উপন্যাস হল 'প্রথম প্রতিশ্রুতি' এই গ্রন্থ 'রবীন্দ্র পুরস্কার পাওয়ার বহু পূর্বেই অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে, গুণীজ্ঞানী পাঠক সমালোচকদের কাছ থেকে লাভ করে অকুণ্ঠ প্রশংসা ও অশ্রান্ত অভিনন্দন। এই গ্রন্থের নায়িকা 'সত্যবতী' বিশ্ব-সাহিত্যেও অতুলনীয়া। 'প্রথম প্রতিশ্রুতি' গ্রন্থেই কিন্তু সত্যবতীর জীবনকথা শেষ হয় নি- লেখিকার বক্তব্যও না। সেইজন্যই তিনি তাঁর এই বক্ষ্যমান গ্রন্থে সত্যবতীর কন্যা সুবর্ণলতাকেই বেছে নিয়েছেন-নূতন নায়িকা হিসেবে। সুবর্ণলতা সেই দুর্লভ মেয়েদের একজন-যারা তাদের কালকে অতিক্রম করে যায়-এগিয়ে দেয় প্রবহমাণ কালের ধারাকে, যে ধারা মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, নিস্তরঙ্গ হয়ে যায়। এরা বর্তমানের পূজো পায় কদাচিৎ, এরা লাঞ্ছিত হয়, উপহসিত হয়, সমসাময়িক সমাজের বিরক্তিভাজন হয়। এদের জন্য কাঁটার মুকুট, এদের জন্য জুতোর মালা।... তবু এরাই একদিন স্মরণীয় হয়ে ওঠে- এদের নিয়েই সাহিত্যসৃষ্টি হয়।... সুবর্ণলতা এই রকম একটি নারীচরিত্র। সুবর্ণলতা উপন্যাস এই রকম একটি বিশেষ কালের আলেখ্য, যে কাল সদ্য বিগত, যে কাল হয়তো বা আজও সমাজের এখানে সেখানে তার ছায়া ফেলে রেখেছে। সুবর্ণলতা সেই বন্ধন-জর্জরিত কালের মুক্তিকামী আত্মার ব্যাকুল যন্ত্রণার প্রতীক।