বিবরণ
এই গ্রন্থের ভাবনা আর বিষয়ে নানা দেশে ঘোরার গল্প কথা। সে সব লেখায় মিশে আছে রামধনুর বর্ণালী। কখনো জঙ্গল তো কখনো বিদেশের মাটিতে, আবার কখনো বা ছৌ নাচের মুখোশের সঙ্গে গম্ভীরা মুখোশের কি পার্থক্য- এই রকম সব ভাবনা নিয়েই কি বোর্ডের চাবিগুলো বুনে তোলে শব্দের শৃঙ্খলাবদ্ধ বিন্যাস। তৈরি হয় একেকটি লেখা। জন্ম নেয় এই গ্রন্থ।