Menu
team

সোমক মজুমদার

লেখালিখির শুরু সেই ২০০৫ সালে। পেডং ঘুরে এসে 'রামিথের পথে' চল যাই-এর পাতায় প্রথম প্রকাশিত। তারপর, জীবন গিয়েছে চলে কুড়ি বছরের পার.... হঠাৎ ভাবনায় আসে সংকলন প্রকাশ করার। সেকথাই কেমন করে যেন চল যাই জানতে পেরে এগিয়ে আসে খোলা মনে, এবার তবে বেরোক একটা লেখমালিকা। তাই বোধহয় পেশা সামলে নেশার পেছনে ঘোরাঘুরি করে কিছু একটা বানানোর প্রচেষ্টা। আর সেই আয়োজন যজ্ঞে ঘৃতাহুতি হয় কিছু গুরুজন, বন্ধুর সমর্থন। এভাবেই জন্ম নেয় একটা আস্ত গোটা বই সোমকের কলম গর্ভ থেকে। সে গ্রন্থের ভাবনা আর বিষয়ে নানা দেশে ঘোরার গল্প কথা। সে সব লেখায় মিশে আছে রামধনুর বর্ণালী। কখনো জঙ্গল তো কখনো বিদেশের মাটিতে, আবার কখনো বা ছৌ নাচের মুখোশের সঙ্গে গম্ভীরা মুখোশের কি পার্থক্য- এই রকম সব ভাবনা নিয়েই কি বোর্ডের চাবিগুলো বুনে তোলে শব্দের শৃঙ্খলাবদ্ধ বিন্যাস। তৈরি হয় একেকটি লেখা।

সোমক মজুমদার-এর বইগুলি