বিবরণ
'হাথমে মে একঠো লোটা আওর কাঁধমে একঠো কম্বল' নিয়ে যে বানিয়া সমাজ রাজস্থানের ঊষর ভূমি ছেড়ে দেশ-বিদেশের সুগম দুর্গম অঞ্চলে ছড়িয়ে গিয়ে পৈসে কামিয়ে শেঠ হল এবং পরে জগৎশেঠ, বাঙালি লেখকরা তাঁদের চরিত্রের অগৌরবের দিকটি যেভাবে চিত্রিত করেছেন, তাদের জগৎশেঠ হওয়ার কাহিনিটি ততটাই চাপা পড়ে গেছে। কবি সুভাষ মুখোপাধ্যায় যেমন তাদের মধ্যেও খুঁজে পেয়েছেন সংবেদনশীল কবি সাহিত্যিককে, আচার্য প্রফুল্লচন্দ্র তেমনি দেখতে পেয়েছেন বাঙালি যুবসমাজের সম্পূর্ণ বিপরীত ধারার উদ্যমশীল, পরিশ্রমী, বুদ্ধিমান একটি ব্যবসায়ী শ্রেণীকে। গবেষক লেখক সুকুমার সিকদার দীর্ঘকাল ধরে এই বানিয়াবর্গের সংস্পর্শে, এসে নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে নিজের অভিজ্ঞতার নিরিখে তা বিশ্লেষণ করে এই গ্রন্থে তাদের উত্থানের ইতিহাসের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছেন। এর অনেকগুলি অংশ পত্রিকায় প্রকাশের সময়েই পাঠকের প্রশংসা কুড়িয়েছিল। কলিকাতার মারোয়াড়ী সমাজকে বুঝতে ও জানতে একটি একটি অপরিহার্য গ্রন্থ।