Menu
team

সুকুমার সিকদার

ভারতীয় সমাজ সংস্কৃতির একনিষ্ঠ গবেষক ড. সুকুমার সিকদার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা সাহিত্যের ছাত্র। রবীন্দ্রকাব্যভাষা বিষয়ে গ্রন্থ রচনা করে পেয়েছেন পিএইচডি ডিগ্রীও। উচ্চতর সরকারী পদে কর্মরত থাকার সময়েও অবকাশ কাটাতেন ভাষা-সমাজ-সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ ও গ্রন্থ রচনায়। মনুসংহিতার শূদ্রভাষ্য, ভাষাততেত্ত্বর সহজপাঠ, কলিকাতার মারোয়াড়ী, হতভাগার • কলিকাতা, ভাষার শিল্প ও রবীন্দ্রকবিতা, খেরওয়াল ধরম পুথি (সারদাপ্রসাদ কিস্কুর সঙ্গে) লেখকের প্রকাশিত গ্রন্থের কিছু নাম। বিষয় থেকে বিষয়ান্তরে অবাধ বিচরণ লেখকের।

সুকুমার সিকদার-এর বইগুলি