ভারতীয় সমাজ সংস্কৃতির একনিষ্ঠ গবেষক ড. সুকুমার সিকদার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা সাহিত্যের ছাত্র। রবীন্দ্রকাব্যভাষা বিষয়ে গ্রন্থ রচনা করে পেয়েছেন পিএইচডি ডিগ্রীও। উচ্চতর সরকারী পদে কর্মরত থাকার সময়েও অবকাশ কাটাতেন ভাষা-সমাজ-সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ ও গ্রন্থ রচনায়। মনুসংহিতার শূদ্রভাষ্য, ভাষাততেত্ত্বর সহজপাঠ, কলিকাতার মারোয়াড়ী, হতভাগার • কলিকাতা, ভাষার শিল্প ও রবীন্দ্রকবিতা, খেরওয়াল ধরম পুথি (সারদাপ্রসাদ কিস্কুর সঙ্গে) লেখকের প্রকাশিত গ্রন্থের কিছু নাম। বিষয় থেকে বিষয়ান্তরে অবাধ বিচরণ লেখকের।