বিবরণ
কলকাতা আমাদের প্রাণের শহর। এই শহরের আনাচে- কানাচে ছড়িয়ে রয়েছে আশ্চর্য সব ইতিহাস। সেই ইতিহাসের বিচিত্র বিষয়-সম্ভারে সমৃদ্ধ হয়েছে এই গ্রন্থ। এ কথা অনস্বীকার্য- কলকাতা শহরকে বাদ দিয়ে নবযুগের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ধারা বিশ্লেষণ করা অসম্ভব। অতীতে ফিরে তাকালে আমরা দেখব- আঠারো-উনিশ শতকে কলকাতায় ঘটে যাওয়া এক একটি ঘটনাকে কেন্দ্র করে রোমান্টিক উপন্যাসের চেয়েও চিত্তাকর্ষক কাহিনি রচনা করা যায়। অবশ্য সেই রচনায় থাকতে হবে সজাগ ইতিহাসবোধ, তথ্যনিষ্ঠা ও শিল্পবোধের সুষম মিশ্রণ।
এই গ্রন্থের উনিশটি লেখায় সেকেলে কলকাতার নানান জানা-অজানা দিক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কলকাতার আর্মেনিয়ান, রাস্তাঘাট, মন্দির, বাবু কালচার, পুজো-পার্বণ, বটতলা, সিপাহী বিদ্রোহের সময়কার কলকাতা, বাঙালীর ব্যবসা-বাণিজ্য থেকে রডা কোম্পানির অস্ত্র লুট- কিছুই বাদ যায়নি। কাজেই, এই গ্রন্থ কলকাতার ইতিহাস চর্চায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন