দীপাঞ্জন দাসের জন্ম পয়লা বৈশাখ, ১৪০০ সালে, পানাগড়ে। পেশায় শিক্ষক। ইতিহাসের অলি-গলি হাতড়ে বেড়ানো ছাড়া ভালোবাসেন কবিতা লিখতে ও পড়তে। সম্পাদনা করেন 'দ্বিমাসিক কচি পাতা' পত্রিকা। পেয়েছেন 'ঐকতান সম্মান', 'স্বপ্নরাগ সম্মান', 'প্রিয় সম্পাদক সম্মান' (মুক্তি ও নন্দিনী) এবং 'প্রমথ চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২০'