বিবরণ
শীর্ষেন্দু বাংলা শিশু-কিশোর সাহিত্যে গড়ে তুলেছেন এক অদ্ভুতুড়ে জগৎ। সেই জগতে ঘটে চলে নানান বিবিত্র সব ঘটনা।সেই সব কাহিনির কিছু নিয়ে তৈরী এই গ্রন্থ ‘কিশোর উপন্যাস সমগ্র ২'। ‘কিশোর উপন্যাস সমগ্র ২' - এ রয়েছে ঝিলের ধারে বাড়ি, পটাশগড়ের জঙ্গলে, গোলমাল, বনি, চক্রপুরের চক্করে, ছায়াময়, সোনার মেডেল, নবীগঞ্জের দৈত্য, কুঞ্জপুকুরের কাণ্ড।