Menu
team

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২রা নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ময়মনসিংহে। ভারত বিভাজনের সময়ে তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি আসাম, পূর্ববঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে জীবন অতিবাহিত করেছিলেন। প্রথমে জলপাইগুড়ির ফনীন্দ্রদেব ইনস্টিটিউশনে অষ্টম শ্রেণী অব্দি পড়েন, তারপর তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দুর কর্মজীবনের শুরু বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। পরবর্তীতে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গেও জড়িয়ে পড়েন। তার প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিষ্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে দেশ পূজাবার্ষিকীতে ঘুণ পোকা নামক তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তার প্রথম উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। এটি তাঁর অদ্ভুতুড়ে সিরিজের প্রথম কাহিনি। এছাড়া তাঁর হাতেই অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তর সৃষ্টি। বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন শিশুসাহিত্যে অবদানের জন্য। এছাড়া পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন মানবজমিন উপন্যাসের জন্য। পেয়েছেন বঙ্গবিভূষণও।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর বইগুলি