বিবরণ
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী রচিত রামায়ণ তাঁর কোনো অগ্রজ কবির রচনার হুবহু অনুবাদ নয়। এই রামায়ণে সীতা মন্দোদরীর কন্যা, সে অর্থে রাবণেরও। এখানে আছে সীতা- ননদিনী কুকুয়া চরিত্র। চন্দ্রাবতী বেশিরভাগ কাহিনি সীতার বারোমাসির মাধ্যমে পরিবেশন করেছেন। এটি তাঁর নিজস্ব ভাবনায় ও রচনা-কৌশলে বোনা এক সাহিত্যকর্ম। এ রামায়ণে মৈমন-সিংহ জেলার আঞ্চলিক ভাষায়, পাঁচালির রীতিতে গাওয়া হয়েছে সীতার স্তুতি, যা হয়ে উঠেছে সীতার পাঁচালি। এই গ্রন্থ বিস্তর গবেষণামূলক আলোচনার ভারে ভারাক্রান্ত নয়। শুধুমাত্র চন্দ্রাবতীর রচিত রামায়ণটিকে পাঠকের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে, চন্দ্রাবতীর জীবন ও তাঁর রামায়ণ সম্পর্কে অতি প্রয়োজনীয় কিছু কথা আলোচিত হয়েছে মাত্র।