Menu
team

লিপিকা ঘোষ

সম্পাদক পেশায় শিক্ষিকা, বাংলা সাহিত্যে ও ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর। জন্ম ১৯৭৫ সালের ৪ আগস্ট। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ে সানন্দা সহ বিভিন্ন পত্রিকায় এ পর্যন্ত প্রায় নব্বইটি প্রবন্ধ লিখেছেন। মৈমনসিংহ-গীতিকা নিয়ে দুই বাংলার পত্রিকায় দীর্ঘদিন ধরে লিখে চলেছেন। তাঁর গবেষণার বিষয় লোকসাহিত্য, ইতিহাস ও চলচ্চিত্র। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বই ‘তথ্যচিত্র ইতিহাস তত্ত্ব বিশ্লেষণ'(২০২২), ‘তাল লয় ছন্দে সমাজ দর্পণ'(২০২৩)। সম্প্রতি তিনি ‘দীনেশচন্দ্র সেন স্মৃতি সম্মান ২০২৫’ লাভ করেছেন।

লিপিকা ঘোষ-এর বইগুলি