বিবরণ
ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে-উপন্যাসের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল, সেই উপন্যাসের নাম ‘ঘুণপোকা'। অখণ্ড অবসরসম্পন্ন, বেকার, টেরিলিন-টাইয়ের নির্মোক থেকে মুক্ত, সদ্য একত্রিশ-পূর্ণ হওয়া এক মানুষ, অল্প কিছুদিন আগেও যে ছিল উচ্চাশাসম্পন্ন এক বড় চাকুরে, কেরিয়ার এবং ভোগই ছিল যার জীবনের স্থির এবং একমাত্র লক্ষ্য, কেমন করে নৈরাশ্য এবং নির্বেদের অন্ধকার অতলে ডুবতে-ডুবতে ধীরে-ধীরে লক্ষ্যান্তরিত হল জীবনচর্চা এবং ভালবাসায়, উত্তীর্ণ হল এক নতুন জীবনে।