বিবরণ
আমেরিকা নিবাসী বাংলা ভাষা ও সাহিত্য চর্চাকারীদের কাছে সুজয় দত্ত একটি পরিচিত নাম। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মতো ব্যস্ত পেশা এবং প্রবাসী জীবনের নানা সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা সামলেও তিনি নিয়মিত বজায় রেখেছেন বাংলা সাহিত্যচর্চা। গত দু-দশকে নানা পত্রপত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর আশিটি কবিতাকে একত্র করে এবং বিষয়বস্তু তথা বক্তব্যের ভিত্তিতে কয়েকটি বিভাগে ভাগ করে সাজানো হয়েছে এই সংকলনে। কলকাতার সাহিত্যিক - শিল্পী কলাকুশলী-শিক্ষাব্রতী - সমাজসেবীদের সংস্থা পোয়েটস ফাউন্ডেশন থেকে ইতিপূর্বে প্রকাশিত বহু উল্লেখযোগ্য ও সমাদৃত বইয়ের তালিকায় এই বইটি একটি উজ্জ্বল সংযোজন। সুজয়ের কবিতায় ছন্দ, বৈচিত্র্য, অনুভূতির গভীরতা ও ব্যাপ্তি ছাড়াও আর যে বৈশিষ্টটি লক্ষ্যণীয়, তা হল তাঁর সহজ সরল ভাষা। স্তরের পর স্তর সরিয়ে পাঠককে খুঁড়ে বের করতে হয় না কবি কি বলতে চান। অথচ পড়া হয়ে গেলে একটা ভাললাগার রেশ থেকে যায় মনে । আমরা আশা করি এই সংকলন কবিতাপ্রেমী পাঠকের মন ছুঁয়ে যাবে।