সুজয় দত্ত বর্তমানে আমেরিকার ওহায়ো রাজ্যের বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানতত্ত্বের (statistics) অধ্যাপক । জৈবপরিসংখ্যান বিশ্লেষণতত্ত্ব (biostatistics) তাঁর গবেষণার বিষয়। তিনি কলকাতার বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র। কিন্তু তরুণ বয়স থেকেই সাহিত্য তাঁর সৃজনশীলতার মূল প্রকাশমাধ্যম, তাঁর মনের আরাম। ছোটগল্প, বড় গল্প, প্রবন্ধ ও রম্যরচনার পাশাপাশি নিয়মিত কবিতাও লেখেন । এছাড়া করেছেন বহু অনুবাদ – হিন্দি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে। গত কুড়ি বছরে আমেরিকার বেশ কয়েকটি সাহিত্য-পত্রিকায় ও পুজাসংখ্যায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে । তিনি দীর্ঘদিন হিউস্টনের “প্রবাস বন্ধু” ও সিনসিনাটির “দুকুল” পত্রিকার সম্পাদনা ও সহসম্পাদনার কাজও করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার “বাতায়ন” পত্রিকাটির জন্মলগ্ন থেকে সেটির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। এই তিনটি পত্রিকায় প্রকাশিত লেখাগুলি ছাড়াও “অপার বাংলা” ও “গল্পপাঠ” নামক ওয়েব-ম্যাগাজিন দুটিতে, নিউজার্সির “আনন্দলিপি” নামক পত্রিকাটিতে ও “অভিব্যক্তি” নামক ওয়েবম্যাগাজিনে, ইংল্যান্ড থেকে প্রকাশিত পূজাসংকলন “মা তোর মুখের বাণী”তে, কানাডার অন্টারিও থেকে প্রকাশিত “ধাবমান” পত্রিকায়, ভারতের বিশাখাপত্তনম থেকে প্রকাশিত বৈদ্যুতিন পত্রিকা “কুলায়ফেরা” এবং মুম্বাই থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ “কবিতা পরবাসে” রয়েছে তাঁর লেখা। সম্প্রতি নিউ জার্সির “আনন্দ মন্দির” তাঁকে “গায়ত্রী গামার্স স্মৃতি সাহিত্য পুরস্কারে” সম্মানিত করেছে। সাহিত্যরচনা ছাড়া অন্যান্য নেশা বই পড়া, দেশবিদেশের যন্ত্রসঙ্গীত শোনা ও কয়েকটি বাদ্যযন্ত্র বাজানো ।