বিবরণ
এই খণ্ডে রয়েছে, অদ্যাবধি অগ্রন্থিত উপন্যাস ‘সিঁড়ি’ ও তাঁর প্রথম উপন্যাস ‘আসানসোলের লক্ষ্মী’, একটি নভেলেট ‘স্বদেশের সাহেব’, আটটি গল্প ‘কিছু মানুষের ভালো থাকা’, ‘কোলকাতা সোনারতরী’, ‘একটি পরিমার্জিত অবাঙালি গল্প’, ‘একটি পরিমার্জিত অভারতীয় গল্প’, ‘তৃতীয় বিশ্বের একটি পরিমার্জিত গল্প: জুবিন ও যূথিকা’, ‘গোপালের মা স্নেহলতা’, ‘১৯৭০’ ও ‘কনকলতার কথা’। এছাড়াও রয়েছে নাটক ‘পক্ষে বিপক্ষে’।