বিবরণ
মানুষের বেঁচে থাকার মধ্যে অনেক নিভৃত ও প্রকাশ্য অপমানমুহূর্ত বাস করে। তাচ্ছিল্য, নিপীড়ন মুখ বুজে সহ্য করা ছাড়া কোনও উপায় থাকে না। সহায়হীন দারিদ্র এবং সেই দারিদ্রের প্রতি ক্ষমতাবানের উপেক্ষাদৃষ্টি সমাজ-ব্যবস্থার অপরিবর্তনশীল এক স্রোত। মানুষের এমন অসহায় বেঁচে থাকার ভূমিতেই জয় গোস্বামীর কবিতা সব সময় খুঁজে নিয়েছে নিজের আত্মগত অবস্থান। যে-কোনও দুর্গতের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে ‘আমি যদি ওই অবস্থায় থাকতাম, তাহলে আমার কী হত?’ এই ভাবনাকেই বহন করে চলতে বাধ্য হয়েছে তাঁর মন। অত্যন্ত সুনির্বাচনে, তাঁর কবিতার সেই অবস্থানচিহ্নগুলি একত্র করা হয়েছে এ-সংকলনের ভেতর। যেখানে একই সঙ্গে রয়েছে, শাসকের অত্যাচারের সামনে দাঁড়িয়ে জেগে-ওঠা প্রতিবাদের ভিন্ন-ভিন্ন স্বরগুলিও। সত্তর দশকের দ্বিতীয়ার্ধ থেকে, এখনও পর্যন্ত, অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের অধিক সময় ধরে রচিত জয় গোস্বামীর কবিতা থেকে প্রস্তুত করা হল এই ‘প্রতিবাদে জয়’ নামক সংকলনগ্রন্থটি। যেখানে কবির প্রতিবাদী কণ্ঠস্বরটি পৌঁছে যায় পাঠকের হৃদয়ে।