বিবরণ
বুকভরা উচ্চাকাঙ্ক্ষা আর আদর্শ আঁকড়ে, কেরিয়ার তুচ্ছ করে, এমনকি বাবা-মা তথা জীবনের প্রথম প্রেমকেও গুরুত্ব না দিয়ে এক তরুণ বিভোর হয়েছিল থিয়েটারের স্বপ্নে। যোগ দিয়েছিল গ্রুপ থিয়েটারে। অথচ সেখানেই অপেক্ষা করেছিলো সংকীর্ণ রাজনীতির ব্যূহচক্র। বাবার সঙ্গে মতবিরোধের জেরে তাকে বাড়ি থেকে বেরিয়ে এসে আলাদা থাকতে হয়, অন্ন ও বাসসংস্থানের জন্য নামতে হয় সিরিয়ালে। কিন্তু সেটাও তার নাট্যদল সহ্য করতে পারে না। তাকে নানাভাবে চাপ দিয়ে তাকে প্রায় কোণঠাসা করে দেয়। তবু তার আপোসহীন লড়াই শেষ হয় না, বরং তার অনাগত জীবনপথের ইঙ্গিত যেন কোনো মহাকাব্যিক রেজারেকশনকেই মনে করিয়ে দেয় আমাদের।