পাওয়ার গেম
₹98
₹150
স্নেহাশিস ভট্টাচার্যের জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। পেশা শিক্ষকতা। দীর্ঘদিন উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেছেন। নাটক লেখার তাগিদেই গ্রুপ থিয়েটারে যোগদান। সেই সূত্রেই নাটক লেখা তথা অভিনয়-পরিচালনা করা। এ পর্যন্ত সাতটি (বিভিন্ন গ্রুপ থিয়েটার কর্তৃক) মঞ্চসফল নাটকের রচয়িতা। কবিতা-গল্প-উপন্যাস-নাটক-প্রবন্ধ লেখা এখন যাপনের অন্তর্গত। জীবন নিবেদিত সমাজকল্যাণের প্রত্যক্ষ সক্রিয়তায়। প্রকাশিত বই— কালকূট: অন্তহীন অন্বেষণ (২০০৮), মি. ভুলু ও অন্যান্য নাটক (২০১৮), চল নটবর দৌড়োই (২০১৯) ।