বিবরণ
‘কঙ্কাল’, মান্দাসের প্রথম বই। দুই ফর্মার এই পুস্তিকার পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে আগুন। ভারতবর্ষের স্বাধীনতার পঁচাত্তর বছর পালন করছি আমরা। এই আনন্দের সঙ্গে একই সময়ে কুড়ি বছরে পা দিল গুজরাট দাঙ্গার কলঙ্কও। এই বই কুড়ি বছর আগের সেই অস্থিরতা, সেই হত্যাকথার মধ্যে দিয়ে মনে করিয়ে দেবে বর্তমানকে, যে ক্ষত আমরা সারিয়ে তুলতে পারিনি এখনও।