বিবরণ
‘চিলেকোঠার সেপাই’ বাংলা কথাসাহিত্যে এক স্থায়ী সম্পদ, এক অভিনব স্থাপত্য। কথাকার আখতারুজ্জামান ইলিয়াস এই উপন্যাসে কথাসাহিত্যের নতুন এক ভুবন নির্মাণ করেছেন। এই ভিন্ন ঘরানার উপন্যাস সম্পর্কে সামগ্রিক পর্যালোচনা করা হয়েছে এই গ্রন্থে। টেক্সট বা মুল পাঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই রচনার ক্ষেত্রে। উপন্যাসটির অন্তরঙ্গ পাঠ থেকেই লেখকের দেশকাল চেতনা, চরিত্রসৃষ্টি, নামকরণ, ইতিহাসচেতনার দিক গুলি সম্পর্কে নিবিষ্ট আলোকপাত ঘটেছে। সেই সঙ্গে ঔপন্যাসিকের চিন্তা চেতনার অনুবিশ্ব, ম্যাজিক রিয়ালিজম, পাঠান্তর ও রূপান্তর সম্পর্কিত আলোচনা বিশেষ রসাস্বাদন যুক্ত হয়ে প্রকাশ পেয়েছে এই গ্রন্থে।