জন্ম ১৯৮৪। বীরভূম জেলার সাঁইথিয়া থানায় এক প্রত্যন্ত গ্রামে। ময়ূরাক্ষী নদীর উর্বর পলিমাটি আর বাঁশবন ঘেরা পরিবেশে বেড়ে ওঠা। ‘বিশ্বভারতী’র বাংলাবিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। ইউ.জি.সি.র জুনিয়ার রিসার্চ ফেলোশিপ পেয়ে বিশ্বভারতী থেকে পি.এইচ.ডি.। শিক্ষকতা জীবনের সুচনা বীরভূমের ভগলদিঘি উচ্চবিদ্যালয়ে, তারপর বর্ধমানের খাঁজি কিউ.এ.আজিম উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে মুর্শিদাবাদ জেলার সালারের মুজফফর আহমদ মহাবিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত। কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকে ২০১৬ সালে শ্রেষ্ঠ গবেষক সম্মানে সম্মানিত গবেষণা ও লেখালেখির বিষয় মূলত বাংলা কথাসাহিত্য।