Menu
team

ত্রিদিব সেনগুপ্ত

পেশায় অধ্যাপক। ত্রিদিব সেনগুপ্ত ছদ্মনাম। আসল নাম দীপঙ্কর দাস। শহরতলির বেড়ে ওঠা, জেলা শহরে চাকরি, এসব তাঁর লেখাকে পুষ্টি জোগাচ্ছিল বটে, কিন্তু ত্রিদিবের লেখাকে চেনার জন্য, ত্রিদিবের বাক্য চিনতে হয়। বাক্যের গড়ন, গড়ে ওঠা, অর্থের ভাঙন, অর্থান্তর ঘটানো, ফলে রাজনীতির, লেখার, সমাজ বিশ্লেষণের নব অর্থের দিকে ঝোঁক তাঁর স্বাভাবিক উদ্দিষ্ট। যা ক্রমপরিবর্তনশীল, খুঁটিয়ে পড়লে সুস্পষ্টও বটে। মারা গেলেন, ২০২৩-এর জুলাইয়ের এক্কেবারে গোড়ায়, ক্যান্সারে।

ত্রিদিব সেনগুপ্ত-এর বইগুলি