বিবরণ
মার্জিন অফ মার্জিন- প্রোফাইল অফ অ্যান আনরিপেন্ট্যান্ট পোস্টকলোনিয়াল কোলাবেরটর বইটির প্রকাশ কলকাতার বুদ্ধিচর্চার মহলের একাংশের কাছে বিপ্লবাত্মক ঘটনা ছিল। সে বিপ্লবকে বহুজন উপপ্লব হিসেবেই দেখেছিলেন। এ বইয়ের লেখক ছিলেন তিনজন। অজিত চৌধুরী, দীপঙ্কর দাস, অঞ্জন চক্রবর্তী। মধ্যনামা দীপঙ্কর দাস, এ ইংরেজি বইয়ের তত্ত্ব বাংলা ভাষায় চর্চা করতে শুরু করেছিলেন। কেবলমাত্র আরও বেশি মানুষের কাছে তত্ত্বচর্চাটুকুর আবেদন পৌঁছে দেওয়ার তাগিদ থেকে। তাঁর বাংলা লেখা প্রকাশিত হত, ত্রিদিব সেনগুপ্ত নামে। একই সঙ্গে, এর বাইরেও তিনি লিখতেন উপন্যাস, গল্প এবং অন্য প্রবন্ধও, যেমন, জীবনানন্দের মাল্যবান উপন্যাস নিয়ে একটি তৎকালীন বহুলচর্চিত প্রবন্ধও প্রকাশিত হয়েছিল অপর পত্রিকায়, যা পরে স্থান পাবে বড়োসড়ো সংকলনেও। সে লেখার শরীর জুড়েও থেকেছে পোস্ট-স্ট্রাকচারালিস্ট ও পোস্ট কলোনিয়াল তত্ত্ব। ত্রিদিব সেনগুপ্তের এই সংকলনে থাকছে তিনটি লেখা, দুই ভাগে। তত্ত্ব ও প্রয়োগ। পাঠককে মনে রাখতে হবে, এ বইয়ে তত্ত্ব ও প্রয়োগভাগকে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তল পাওয়া যাবে না।