Menu
team

সরসিজ সেনগুপ্ত

সরসিজ সেনগুপ্ত-র জন্ম ১৯৬৭ সালে কলকাতায়। পড়াশোনা: কলকাতা পাঠভবন, স্কটিশ চার্চ কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পেশায় কলকাতার সেন্ট পল’স ক্যাথিড্রাল মিশন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। ‘চোপ্‌’ তাঁর ষষ্ঠ গল্প সংকলন। কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনি, রম্য-রচনা সহ এ ছাড়াও প্রকাশিত হয়েছে আরও সাতটি গ্রন্থ। পাশাপাশি দু-টি প্রবন্ধ গ্রন্থেরও সম্পাদনা করেছেন তিনি।

সরসিজ সেনগুপ্ত-এর বইগুলি