বিবরণ
ষোলোটা গল্প। শেষ গল্পের শেষ পাতার নীচে পৃষ্ঠাসংখ্যা দেখা যাবে, ১১৮। কতটুকুই-বা সময় লাগতে পারে পড়ে ফেলতে? আঁচ করুন।
হলফ করে বলা যায়, আপনার অনুমান মিলবে না। কারণ: একটা গল্প, এক-একটা গল্প, আপনি, একটানা, একনিশ্বাসে পড়ে ফেলতে পারবেন না। থমকাতে হবে৷ পাঠককে থমকে দেওয়া, দিতে পারা, সরসিজ সেনগুপ্ত-এর এই বইয়ে অন্তর্ভুক্ত গল্পগুলির চিহ্নায়ক। বহমান সময়েরও। আপাতদৃষ্টিতে সারশূন্য কালের একটি গর্ভবান গল্পগ্রন্থ, যার নাম: চোপ্।