Menu
team

আলোকপর্ণা

অলোকপর্ণার জন্ম ১৯৯০ সালে, কলকাতায়। উত্তর ২৪ পরগণার নব বারাকপুরে স্কুলজীবন ও বেড়ে ওঠা। কলকাতা থেকে ইঞ্জিনিয়ারিং শেষে কখনো ব্যাঙ্গালোর কখনো কলকাতায় বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। লেখালেখির সূত্রপাত কৈশোরে হলেও, ২০১০ থেকে তা শখ নয় আসক্তিতে পরিণত হয়েছে। পাহাড়, জঙ্গল, সমুদ্র, সিনেমা, গান, মানবেতর নির্জনতায় থাকতে ও মানুষের ভিড় দেখতে ভালোবাসেন। গদ্যসাহিত্য লিখতে ও কবিতা পড়তে পছন্দ করেন। লেখার উপর আরোপিত কোনোরকম তকমায় বিশ্বাস করেন না ও যেকোনো রকমের সীমারেখা অগ্রাহ্য করেন। এখনো পর্যন্ত প্রকাশিত বই–ঝিঝিরা (২০১৫), হাওয়া শহরের উপকথা (২০১৮), দাস্তানগো (২০১১), রণ বিশ্বাস কারো নাম নয় (২০১১)।

আলোকপর্ণা-এর বইগুলি