"জীবনের প্রথম পঁচিশ বছর কাটিয়েছেন হাওড়া জেলার ডোমজুড় থানার বলুহাটী গ্রামে। প্রথম পেশা বাংলা দৈনিকের সাংবাদিকতা। পরে রাষ্ট্রীয় ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার। কাটিয়েছেন বিভিন্ন স্থানে শাখা প্রবন্ধক হিসাবে। লেখালেখি করেছেন বিভিন্ন দৈনিক সংবাদপত্রে। প্রথম বই ব্যাঙ্ককর্মীর অকথিত ধারাভাষ্য। লিখেছেন রসিকের নাচনি সহ অন্যান্য বইও।"