সাহিত্যিক, সম্পাদক এবং সাংবাদিক নিখিল সরকার “শ্রীপান্থ” ছদ্মনামে অধিক পরিচিত ছিলেন। তরুন বয়েসে সাংবাদিকতার কাজে যোগ দেন তিনি। আনন্দবাজারে সোমবার প্রকাশিত কলকাতার কড়চা বিভাগটির দায়িত্বে ছিলেন দীর্ঘকাল। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঐতিহাসিক ও গবেষণামূলক রচনাদিও লিখেছেন। তার চর্চার বিষয় ছিল বাংলার সামাজিক ইতিহাস, কলকাতার সমাজ ও সংস্কৃতি। কলকাতার শিল্পী সংস্কৃতি বিষয়ে তার বেশি কিছু প্রবন্ধ ইংরেজিতেও প্রকাশিত হয়েছে। বাংলা মুলুকে প্রথম ধাতব হরফে ছাপা বই হালেদের 'আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ'-এর দীর্ঘ ভূমিকা তার মধ্যে অন্যতম। এছাড়া লিখেছেন আজব নগরী, শ্রীপান্থের কলকাতা, যখন ছাপাখানা এল, এলোকেশী মোহন্ত সম্বাদ, কেয়াবাৎ মেয়ে, মেটিয়াবুরুজের নবাব, দায়, বটতলা, পড়ার বই এর বাইরে পড়া, জিপসীর পায়ে পায়ে, ক্রীতদাস, ঠগী, কালি কলম মন, হারেম। পেয়েছেন আনন্দ পুরস্কার।