Menu
team

রানা সরকার

শিক্ষকতা করেছেন একসময়ে। এখন বিভিন্ন কাজের ফাঁকেও পড়াশোনাতেই মূল আগ্রহ। বিভিন্ন বিষয় জানতে, বুঝতে ও সমাজের মধ্যে সেগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখতে তাঁর নেশাক মত। ২০০৪ সালে আনন্দমেলায় গল্প দিয়ে তাঁর লেখার আত্মপ্রকাশ। ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত প্রায় নিয়মিত লিখেছেন অনুষ্টুপ পত্রিকায়। লেখা প্রকাশিত হয়েছে অমৃতলোক, ভাষাবন্ধন, উবুদশ ইত্যাদি পত্রপত্রিকায়। ‘সম্পর্ক’ প্রকাশনা সংস্থার হয়ে অনুবাদ করেছেন। প্রথম গোয়েন্দা উপন্যাসিকা ‘অগস্ত্য’ প্রকাশিত হয়েছে ‘সম্পর্ক’-এ। লিখেছেন ছোটদের জন্য কম্পিউটার বই। কিঞ্চিৎ গিটার বাজাতে পারেন ও গান লেখেন। ২০১৮ সালে কলেজ স্কোয়ার শারদোৎসব কমিটির জন্য থিম সং লিখেছিলেন।

রানা সরকার-এর বইগুলি