Menu
team

গৌতম সেনগুপ্ত

লেখালিখির বয়েস ৫৩। গল্পের সংখ্যা ২৮। উপন্যাস এটা নিয়ে ১২টা। এছাড়া খান পাঁচেক অনুবাদের বইও আছে। গল্প অনুবাদ হয়েছে হিন্দি, ইংরিজি, মালয়লাম ইত্যদিতে। বাংলায় একাধিক সংকলনে গল্প আছে। মালয়লাম সাহিত্য অকাদেমি, বেস্ট স্টোরিজ অফ সাউথ ইস্ট এশিয়া, ভারতীয় ভাষা পরিষদের পত্রিকা ও রাটলেজের পাঠ্য বই ‘ওভার ট্রু’ -তে গল্প। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে উপন্যাস সংগ্রহ চক দে আফিন্দি (দেজ্‌), কাফকার চিঠি (আদম), মার্কেজের সাক্ষাৎকার (ঋত)। পুরস্কার দুটো, ২০০০ সালের সেরা বাংলা গল্পের জন্য কথা পুরস্কার (২০০১)। বাংলা অকাদেমির সোমেন চন্দ পুরস্কার (২০১৫)।

গৌতম সেনগুপ্ত-এর বইগুলি