Menu
team

দেবাশিস বসু

উনিশ শতকের শেয়ার্ধ থেকে কলকাতার অধিবাসী এক পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য দেবাশিস বসু। দশ বছর বয়স থেকে অঙ্কুরিত হয় কুলজি সংগ্রহের নেশা, যা ক্রমে প্রসারিত হয় আঞ্চলিক ইতিহাস- চর্চায়। বর্তমানে ব্যস্ত ত্বকরোগবিশেষজ্ঞ হলেও, কলকাতা তথা বাংলার অতীত সম্পর্কে সতত জিজ্ঞাসু। তথ্যসমৃদ্ধ কয়েকটি গ্রন্থ সম্পাদনার পাশাপাশি প্রবন্ধপত্র 'কৌশিকী' সম্পাদনা তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে। স্কুলজীবনের প্রায় শেষ পর্বে প্রাণকৃষ্ণ দত্তের 'কলিকাতার ইতিবৃত্ত' প্রবন্ধমালা পড়ে মুগ্ধ দেবাশিস সচেষ্ট হন পরিপূরক তথ্য ও লেখকের পরিচয় সংগ্রহে। তার ফসল প্রকাশিত হয় ১৯৯১-এ।

দেবাশিস বসু-এর বইগুলি