বিবরণ
‘পৃথিবীর আয়ু আর মাত্র ১০০ বছর’—উইলিয়াম স্টিফেন হকিংয়ের এই আল্টিমেটামের পর নতুন বাসযোগ্য গ্রহের সন্ধানে, আমাদের আলোচ্য গল্পের শুরু। জয়দ্যুতি পাড়ি দিল মহাকাশে নতুন পৃথিবীর সন্ধানে। কিন্তু সে গন্তব্যে পৌঁছোতে না পেরে হারিয়ে গেল মহাকাশে। বেঁচে রইল এক অভিনব প্রযুক্তিতে। আর-এক দল বিজ্ঞানী, বিজ্ঞানমনস্ক মানুষ এই পৃথিবীকেই অনন্তকাল মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে শুরু করলেন বিশ্বব্যাপী এক মহা আন্দোলন দূষণমুক্ত পৃথিবী, পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী। শত শত বছর সংগ্রামের পর পৃথিবী মুক্ত হল। সেই মুক্ত পৃথিবীতে জয়দ্যুতি ফিরে এল ১০ হাজার বছর পর। কলুষিত পৃথিবীর জয়দ্যুতির শুরু হল মুক্ত পৃথিবীতে বাঁচার এক অভিনব সংগ্রাম।