বিবরণ
বর্ণময় শব্দের সঙ্গে শব্দ মিলে গিয়ে এক মহাসাগর সৃষ্টি হয়েছে। ‘বর্ণসঙ্গীত’ সেই মহাসাগরের গান। সুকুমার রায়ের অসমাপ্ত কাব্য ‘শ্রীশ্রীবর্ণমালাতত্ত্ব’ থেকে অনুপ্রেরণা নিয়ে এবং কলিম খান ও রবি চক্রবর্ত্তীর ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থবিধির আলোকে বাংলা বর্ণমালার বর্ণগুলিকে রাসায়নিক মৌলদের পর্য্যায়সারণীর মত ছন্দোবদ্ধ ক’রে এই অভিধান রচিত হয়েছে। এখানে শব্দকে প্রকৃতি-প্রত্যয় ও বর্ণে ভেঙে তার ভিতরের স্বাভাবিক অর্থকে প্রকাশ করা হয়েছে। শব্দব্রহ্ম মতবাদের সঙ্গে পরিচয় ঘটিয়ে এই বই ব্রহ্মজ্ঞান রসে পাঠককে সিক্ত করতে চায়। এই বই ইংরেজী ভাষার শাসন থেকে বাংলা মনকে মুক্ত ক’রে ও ভাষাতত্ত্বের পূর্ব্বদিগন্ত উন্মোচন ক’রে এক অখণ্ড বিশ্ববীক্ষার পথ দেখায়। বর্ণপরিচয়ের মধ্য দিয়ে সেই পথ ধাপে ধাপে দৃষ্টিগোচর হতে থাকবে।