বিবরণ
বরফ, বরফ আর বরফ৷ তারপর? চতুর্থ তুষার যুগের ঠিক পরের মানব প্রজাতি সম্বন্ধে শিশু–কিশোরদের কৌতূহল অপার৷ তুষার যুগের পরে যখন বসন্ত এল, বরফ গলে ঘাসেদের মুখ দেখা দিল, লতাগুল্ম ঝোপঝাড় একটু একটু করে মাথা তুলল, পৃথিবী দাপিয়ে বুনো জন্তু জানোয়ার ঘুরে বেড়াতে লাগল, পাখিরা বাসা বাঁধল অতিকায় গাছগুলিতে, তখন কেমন ছিল তুষার যুগ পেরিয়ে আসা মানুষের জীবন?
মানুষের এই এগিয়ে চলার ইতিহাস যদিও নানা রঙে রেখায়, কথায় আমাদের কাছে এনে দিয়েছেন নৃতত্ত্ববিদেরা, তবুও, রহস্যময় সেই জীবনের জন্য কৌতূহল ফুরোয় না৷ শিশু–কিশোর–কিশোরীদে কৌতূহল মেটাতেই লিখে ফেলেছেন এই ছোট্ট উপন্যাসটি৷ নিছক কল্পনা নয়, কল্পনার সঙ্গে বিজ্ঞান–নৃতত্ত্বজিজ্ঞ্ মিশেলে উপন্যাসটি ছোটোদের কাছে প্রিয় হয়ে উঠবে এই কামনা লেখকের৷