বিবরণ
পিতার মৃত্যু, সন্তানের স্মৃতিচারণ- এরকম জায়গা থেকে বইটা শুরু হয়েছিল। ঢুকে পড়েছিল অতীত, অতীতের মধ্যে রাজনীতি, বাম রাজনীতির সাংস্কৃতিক বদল, স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসকের কর্তব্য- এই সব এ বইয়ের বিষয়আশয়।
কেতাব-ই সংস্করণে বইটি একটু বদলে গেল। মূলগত ভাবে নয় হয়ত, কিন্তু অনেকটা জায়গা নিয়ে নিল মৃত্যুর দর্শন। বিষয়ীগত থেকে বিষয়গত হয়ে ওঠার যে প্রবণতা বইটির শুরুতে ছিল, সেই প্রবণতা আরেকটু বেশি প্রশ্রয় পেল এই সংস্করণে। তেমনটাই সম্ভবত স্বাভাবিক, সময়ের পলিপ্রবাহে।