বিবরণ
কথা খুব সামান্যই। কবিতার তীরে তীরে ঘুরতে গিয়ে কিছু ঢেউ এক জলতরঙ্গে ঝংকার তুলেছিল। তার অনুরণন চলেছিল বহুক্ষণ ধরে। তেমনই কিছু সুর, কিছু বিভঙ্গ শব্দে বাঁধা পড়েছিল সময়ে, অসময়ে, মননে, অনুভবে। কবিতা তো আসলে আশ্চর্য এক চিঠি। যার বক্তব্য মনের রঙের সঙ্গে মিশে বদলে বদলে যেতে থাকে। সময় গড়ায়, বাঁচার রং গাঢ় হয়, দেখি ভাবনার আলোছায়াগুলিও পালটে যাচ্ছে ক্রমে। তাই কবিতার সঙ্গে পাঠকের কথা কিছুতেই আর ফুরোতে চায় না। পুরোনো কবিতারাই নতুন বন্ধু হয়ে পাশে এসে বসে। কাঁধে হাত রাখে। কবিতার সঙ্গে আলাপের দীর্ঘ দীর্ঘ একান্ত মুহূর্তের সেইসব সংলাপ-প্রলাপের কয়েকটি টুকরো এখানে রাখা থাকল। পরের সংলাপ তো যোগ করবেন এবার আপনি। স্বাগত জানাই আপনাকে, আমাদের এই ভাবনা-ভাবুকের বৈঠকখানায়। বেড়ে চলুক আমাদের শব্দ-নৈঃশব্দ্যের পরিসর।