বিবরণ
বাংলার কাঠ খোদাই অথবা এনগ্রেভিং-এর দীর্ঘ ইতিহাসে শিল্পী ত্রৈলক্যনাথ দেব একজন উজ্জ্বল নক্ষত্র। ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়ে মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এমনকি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্নেহভাজন ছিলেন। শিল্পী ত্রৈলক্যনাথের শিল্পকর্ম নিয়ে প্রথমবার বাংলা ভাষায় প্রকাশিত হল তাঁর জীবনগাঁথা।