বিবরণ
শিশুসাহিত্যের মুকুটহীন সম্রাট। তিনি তো শুধুই লেখেন না, ছবিও লেখেন।অবনীন্দ্রনাথ ঠাকুর। শিল্পী অবনীন্দ্রনাথ বড়, না শিশুসাহিত্যিক 'ওবিন ঠাকুর' তাঁকে ছাপিয়ে গেছেন, এ এক বিষম বিতর্কের বিষয়। অবনীন্দ্রনাথের অনেক বই, অনেক ছবি। কিন্তু তাঁর সেরা বই, ছোটদের মহলে সমাদৃত বই কোনগুলি এ প্রশ্ন করলে যে পাঁচটি লেখা একনিঃশ্বাসে সাত থেকে 'সত্তুরে' ছোটরা বলে যাবেন, তারা হল - নালক, বুড়ো আংলা, রাজকাহিনী, শকুন্তলা এবং ক্ষীরের পুতুল। অবনীন্দ্রনাথ বা ওবিন ঠাকুরের এই পাঁচটি সেরা 'ছবি'র লেখা নিয়ে 'শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ'।