বিবরণ
কোথাও লকডাউন, কারফিউ জারি হোক না হোক বসন্ত কিন্তু প্রকৃতির চিঠি পেয়ে নতুন মোড়কে ঠিক আসে। কোথাও নির্জন পাহাড়ি পথে ফুলে ফুলে ছয়লাপ রডোডেনড্রনগুচ্ছ তো কোথাও বনে-বাগানে কৃষ্ণচূড়া, পলাশ, শিমুলদের দল হেসে বলে-বসন্ত এসে গেছে। রংবাহারি ফুলের বসন্তের হোলি খেলার দিকে তাকিয়ে ঝরে যাওয়া বিষণ্ণ শুকনো পাতারা দীর্ঘশ্বাস ফ্যালে! তাদের জীবনে আর বসন্ত ফিরবে না। হলুদ মনখারাপ ঘিরে ধরে। হবে না জেনেও বিবর্ণ শুকনো পাতাদের প্রবল ইচ্ছা হয় আবার যদি তারা সবুজতা ফিরে পেত!